গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইনসহ ২জন গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৫-০৪-২৮ ১৫:৪৩:০৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজ সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গতকাল ২৮শে এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ১শ পুরিয়া হেরোইনসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হলো- ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গুহ লক্ষীপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মোঃ হাফিজুল(৫০) ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত জামাল বিশ্বাসের মেয়ে মোছাঃ সাথী বেগম(৪০)।
 থানা পুলিশ জানায়, গতকাল ২৮শে এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাংলাদেশ হ্যাচারীজ সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে উল্লেখিত দুইজনকে ১’শ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
 গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com