বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর(৭৩) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এছাড়াও একই অপরাধে অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গতকাল ২৮শে এপ্রিল মামলার ধার্য্য তারিখে সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে হাজির করা। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ সাবেক এমপি কাজী কেরামত আলী ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও অপর একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়।
এর আগে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে পুলিশের প্রিজন ভ্যানে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এরপর শুনানি শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে এজলাস থেকে বের করে জিজ্ঞাসাবাদের জন্য রাজবাড়ী ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ৬ই এপ্রিল কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। পরের দিন তাকে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। রাজবাড়ীর ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। রাজিব মোল্লার দায়ের করা মামলায় কাজী কেরামত আলী এজাহার নামীয় ২নম্বর আসামী। ওইদিন আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ১৭ই এপ্রিল মামলার শুনানির তারিখ থাকলেও জজ কোর্টে নথি থাকায় শুনানির দিন পরিবর্তন হয়। গতকাল ২৮শে এপ্রিল কাজী কেরামত আলীর শুনানির দিন ধার্য থাকলে তাকে আদালতে আনা হয়। এ সময় রাজিব মোল্লার দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিকাইল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও রাজবাড়ী সদর থানায় জিসান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক(এসআই) এনায়েত শিকদার। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, আজকে সাবেক এমপি কাজী কেরামত আলীর দুইটি মামলায় শুনানি ছিলো। রাজিব মোল্লার দায়ের করা জিআর-৩৩২/২৪ এই মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও জিসান খানের দায়ের করা জিআর-৩৩৪/২৪ মামলায় শ্যোন এরেস্ট শুনানিয়ান্তে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন।
আদালতে কাজী কেরামত আলীর পক্ষে সাবেক পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, এডঃ মোঃ রফিকুল ইসলাম, সাবেক জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, এডঃ মোস্তফা কবীর, এডঃ শফিকুল হোসেন, এডঃ আনিসুর রহমান, এডঃ আবু বক্কার, এডঃ খোকন, এডঃ আশরাফুল ইসলাম আশাসহ প্রায় ৪০জন আইনজীবি তার রিমান্ড আবেদনের বিরোধীতা করে শুনানীতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০শে আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়। এ মামলায় গত ৬ই এপ্রিল দিবাগত রাতে কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com