“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ আইনগত সহায়তা নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com