কালুখালীর মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৪-৩০ ১৬:১৭:৪৫

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের(জিবি) প্রথম সভা গত ২৬শে এপ্রিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 সভায় সভাপতিত্ব করেন মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি, ঢাকা ল্যাবরেটারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বি-কয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
 কলেজ জিবি ও শিক্ষকদের পক্ষ থেকে কলেজের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
 কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আইয়ুব আলী, কলেজ জিবির সদস্য আলাউদ্দিন মোল্লা, আক্কাস আলী মোল্লা, আনিসুর রহমান মোল্লা, সাজ্জাদুল ইসলাম, আবু তালেব, মোঃ আরিফুল ইসলাম, হারুন অর রশিদ, রানী ভট্টাচার্য, ডাঃ আবুল হোসেনসহ কলেজ জিবির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
 সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 কলেজ পরিচালনা পরিষদের সভা শেষে শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন কলেজ জিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
 উল্লেখ্য, ১৯৮৮ সালে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসারে কলেজটি অবদান রেখে চলেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com