রাজবাড়ীর বন্ধ সুইমিংপুল পরিদর্শনকালে চালুর আশ্বাস দিলেন জেলা প্রশাসক

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৪-৩০ ১৬:২০:১২

image

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সুইমিংপুল গতকাল ৩০শে এপ্রিল দুপুরে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 
 এ সময় জেলা প্রশাসক সুইমিংপুলের ভিতরে ঘুরে দেখেন এবং সুইমিংপুলের বিভিন্ন সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি সুইমিংপুলটি পুনরায় চালু করার ব্যাপারে আশ্বাস দেন।
 পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহম্মেদ, রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, কোষাধ্যক্ষ কাজী কৌশিক আহমেদ শাহীন, রাজবাড়ী ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ আব্দুল গাফফার হাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, জাতীয় মানের সাঁতারু তৈরির উদ্দেশ্যে সরকার ২০০৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে ভবানীপুরে প্রায় ৩ একর জমির ওপর ৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয় জাতীয় মানের রাজবাড়ী সুইমিংপুল। নির্মাণের পর ওই বছরের মাঝামাঝিতে পুলটি জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরে একই বছরের শেষ দিকে ২০০৩ সালের ২০ শে সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম সুইমিংপুলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
 উদ্বোধনের পর থেকে ২০০৭ সাল পর্যন্ত চালু ছিল সুইমিংপুলটি। পরবর্তী সময়ে এখানে কোনো লোকবল পদায়ন না করায় এবং গভীর নলকূপটি অকেজো হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পুলটি। সুইমিং পুলটির বেশিরভাগ যন্ত্রপাতি এখন অকেজো। আয়রন ওয়াটার ফিল্টার মেশিন, গভীর নলকূপ, অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশিরভাগই নষ্ট। বকেয়া রয়েছে ১০বছরের বেশি বিদ্যুৎ বিল। যার পরিমান ২ লক্ষ ৬৯ হাজার টাকা। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাকি পড়েছে কয়েক বছরের ভূমি উন্নয়নের কর। সীমানা প্রাচীর অরক্ষিত হওয়ায় চুরি হয়ে গেছে সুইমিং পুলের মূল্যবান যন্ত্রপাতিও।
 এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বিভিন্ন কারণে অনেকদিন থেকেই সুইমিংপুলটি বন্ধ রয়েছে। আমি চেষ্টা করবো এটি চালু করার। এটি চালু হলে জেলার বাচ্চারা সাঁতার শিখতে পারবে। জাতীয় মানের সাঁতারু তৈরি হবে।
উল্লেখ্য, সুইমিংপুলটি ইতিপূর্বে কমপক্ষে ৫বার চালু করা হলেও কিছুদিন পর বন্ধ হয়ে যায়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com