রাজবাড়ীতে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ এ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৪-৩০ ১৬:২৬:১৪

image

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
 গতকাল ৩০শে এপ্রিল দুপুর ১২টায় জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
 রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মোঃ আশিকুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনর কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা ফুটবল টীমের কোচ কাজী কোশিক আহমেদ শাহীন, রাজবাড়ী ক্রিকেট একাডেমীর পরিচালক আব্দুল গফফার হাজী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৪০ জন বালক ও বালিকাকে বিনামূল্যে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রদান করা হবে। অ্যাথলেটিক্স এমন একটি প্রশিক্ষণ যার মাধ্যমে শারিরীক ব্যায়াম হয়। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে।
 এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার রাজবাড়ী জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
 জানা গেছে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৪০ জন প্রশিক্ষনার্থীকে ২১টি সেশনে মাসব্যাপী বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন জুয়েল ও সহকারী প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ করবেন শহীদ। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com