আইজিপি ব্যাজ পেলেন গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি উত্তম ঘোষ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৫-০২ ১৬:০৫:১২

image

ক্লুলেস হত্যাকান্ড উদঘাটন, মাদক নির্মুলে বিশেষ ব্যবস্থা নেয়া, চুরি, ডাকাতি, ছিনতাইরোধ, আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) ভূষিত হয়েছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ। 
 পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে গত ১লা মে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) বাহারুল আলম,বিপিএম তাকে আইজিপি ব্যাজ ও সনদ তুলে দেন। উত্তম কুমার ঘোষ ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। 
 গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ (আইজিপি ব্যাজ) প্রাপ্ত হলাম। রাজারবাগ পুলিশ লাইন্সে আইজিপি স্যার আমাকে আইজিপি ব্যাজ পড়িয়ে ও সনদ হাতে তুলে দেন। এ উপহার দেশের মানুষের কল্যাণে আরো বেশি আন্তরিকতার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশ্বস্ত করেছেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com