গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে মানববন্ধন

মইনুল হক মৃধা || ২০২৫-০৫-০২ ১৬:০৫:৩৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।
 গতকাল ২রা মে বেলা ১১টায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মানববন্ধন কর্মসূচীর আহবায়ক মোঃ আইয়ুব আলী খান।
 অভিযোগের বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলায় কোন বালু মহাল নেই। পদ্মা নদী বা অন্য কোথা হতেও তিনি মাটি বা বালি কাটার জন্য কাউকে কোন অনুমতি দেননি। এ বিষয়ে প্রশাসন সদা সতর্ক রয়েছে। দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় বিএনপির কিছু নেতা সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা হতে বলগেটে বালু এনে ঘাট এলাকায় মজুদকরণ ও বিক্রি করছেন। এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে রেষারেষি থাকতে পারে। সেই সূত্র ধরেই কতিপয় কয়েকজন আমাকে জড়িয়ে অযথা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তবে বিএনপির দায়িত্বশীল মূল নেতৃবৃন্দ এ সকলের মধ্যে নেই বলে তিনি জানান।
 উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা খন্দকার আব্দুল মুহিত হীরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মুজিবর রহমান মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মৃধা, পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর শাহীন আহাম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহাম্মদ সবুজ ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতা ডাঃ সুধীর কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা গোয়ালন্দে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন, মাদক, চাঁদাবাজী বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে আগামী ৭দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানকে গোয়ালন্দ উপজেলা থেকে প্রত্যাহারের আলটিমেটাম ঘোষণা করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com