পাংশায় জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৫-০৫-০৩ ১৬:৩০:১২

image

রাজবাড়ী জেলার পাংশা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল ৩রা মে বিকালে পাংশা পৌরসভা ময়দানে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু কাজীর সভাপতিত্বে এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিমের উপস্থাপনায় সমাবেশে প্রধান  মেহমান হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠনিক সেক্রেটারী ও ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
 বিশেষ মেহমান হিসেবে জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল সহকারী শামসুল ইসলাম আল বরাটী, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী জেলা সাংগঠনিক সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ, অধ্যাপক মোঃ ইজাজুল হক, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুর রব, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দ্দার বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমজাদ হোসেন মাস্টার, কমলেশ চন্দ দাস, পাংশা পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মনজুর রহমান মিঞা, পাংশা পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ এনামুল হক, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আহম্মদ আলী মুন্সী, পাংশা পৌর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক খোন্দকার ফয়জুল হাসান, পাংশা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসেন, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ডের সভাপতি কাজী নাজমুল হক, ৬নং ওয়ার্ডের সভাপতি আকবর হেসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ আকরামুজ্জামান, ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল হাই, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ নাসির, ২নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মোঃ আবুল হাশেম, ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিক ও পাংশা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বক্তব্য রাখেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com