রাজবাড়ী থানা পুলিশ গতকাল ৪ঠা মে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ৩জন আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৬জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- অস্ত্র মামলার ১০ বছররের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সদর উপজেলার খানখানাপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর জাহান সরদারের ছেলে আঃ রহিম সরদার, মাদক মামলার ২বছররের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের মোঃ রুস্তম শেখের ছেলে মোঃ জিলাল শেখ(৪২), মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী সান্ধিয়ারা গ্রামের মৃত মৈজদ্দিনের ছেলে মোঃ আরিফ খান(৩৮), রাজাপুর গ্রামের ইরকান শেখের ছেলে মোঃ ইকরাম শেখ, মোঃ রাজ্জাক শিকদারের ছেলে মোঃ অন্তর শিকদার ও বিনোদপুর গ্রামের মৃত আকবর কবিরাজের ছেলে আলাল কবিরাজ(৪০)। প্রত্যককে তার নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গত ৪ঠা মে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত, মাদক মামলার ২বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার মোট ৬জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com