“এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই” এই শ্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান(ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং-এ অধ্যায়নরত শিক্ষার্থীরা।
গতকাল ৪ঠা মে সকাল ১১টায় রাজবাড়ী সদর হাসপাতালের ক্যাম্পাসে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীরা সদর হাসপাতালের ভিতর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি পাবলিক হেলথ মোড় হয়ে বড়পুল ঘুরে আনসার ক্যাম্প হয়ে হাসপাতালে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচী পালন করে।
এ সময় শিক্ষার্থীরা বৈষম্যের ঠাই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই-দাবী মোদের একটাই, আমার সোনার বাংলায় নার্স কেনো রাস্তায়, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জেগেছে রে জেগেছে ডিপ্লোমার জেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, এসো বোন এসো ভাই, ডিপ্লোমা কে ডিগ্রি চাই, আপোষ না সংগ্রাম- সংগ্রাম সংগ্রাম, দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশে, রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, ৩য় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম, ৩য় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ২য় বর্ষের শিক্ষার্থী রাতুল শেখ ও ১ম বর্ষের শিক্ষার্থী বিজয় বিশ্বাস, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সজিব মিয়া, অন্তু রায়, ২য় বর্ষের শিক্ষার্থী মামুন আলী ও ১ম বর্ষের শিক্ষার্থী রাহাত, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী রকি প্রামাণিক, আরিফুল ইসলাম, ২য় বর্ষের শিক্ষার্থী শুভ বিশ্বাস, ১ম বর্ষের শিক্ষার্থী রজনিকান্ত, বাঁধন দাস প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা এইচএসসি পরীক্ষায় পাশ করে আসার পর ভর্তি পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ি। ডিপ্লোমা শেষ করে এরপর আরও ছয় মাস আমাদের ইন্টার্নি করতে হয়। তারপর আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা এইচএসসি সমমানের। আমরা এই বৈষম্য চাই না। আমরা ডিগ্রি সমমান পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। আমরা গত দুই বছর ধরে যৌক্তিক এই আন্দোলন করে আসছি যে আমাদের ডিগ্রি সমমান মর্যাদা দিতে হবে। কিন্তু আমাদের দাবীর প্রেক্ষিতে বিগত সরকার ও বর্তমান সরকার কোন পদক্ষেপ নেইনি। আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
কর্মসূচীতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউট ও রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com