রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ডাক্তার সংকট॥উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত মানুষ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-০৪ ১৫:২৫:০৭

image

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসক ও শয্যা সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এ জেলার মানুষ। 
 ফলে তাদের উন্নত চিকিৎসা নিতে যেতে হচ্ছে ফরিদপুর, কুষ্টিয়া কিংবা ঢাকার মতন জায়গায়। এছাড়াও শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
 গতকাল ৪ঠা মে সকালে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
 সরেজমিন রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি ওয়ার্ডেই ভর্তি রোগীর চাপ বেশি। ডায়রিয়া, সার্জারী, শিশু, গাইনি ও মেডিসিন ওয়ার্ডে বরাদ্দকৃত বেডের চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।
 অপরদিকে বর্হিঃ বিভাগেও রয়েছে রোগীর বাড়তি চাপ। ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে রোগীরা এসেছেন সেবা নিতে। রোগীর চাপ থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোগীর চাপ রবিবার বেড়েছে।
 জেলা সদর হাসপাতালের গত ৩রা মে পর্যন্ত ১০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলো ২৫১ জন। এর মধ্যে পুরুষ সার্জারী ওয়ার্ডে ১৯ জন, মহিলা সার্জারী ওয়ার্ডে ২৮ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩৪ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ৫৩ জন, শিশু ওয়ার্ডে ৪২ জন, গাইনী ওয়ার্ডে ৩৪ জন ও ডায়রিয়া ওয়ার্ডে ৪১ জন রোগী ভর্তি ছিলো।
 জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ১০ লাখেরও বেশি জনগণের চিকিৎসার জন্য ভরসার একমাত্র জায়গা রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। ২০০৮ সালে রাজবাড়ী সদর হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় এ হাসপাতালটি উন্নীত করা হয়। ১০০ শয্যার বিপরীতে প্রতিদিন এ হাসপাতালে রোগী ভর্তি থাকে কমপক্ষে ২৫০ থেকে ২৬০ জন। ফলে শয্যা সংকটের কারণে বিছানা পেতে রোগীদের থাকতে হয় হাসপাতালের মেঝে ও বারান্দায়। এছাড়াও প্রতিদিন বর্হিঃ বিভাগে বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসে ১হাজারেরও বেশি রোগী। রোগীর চাপের কথা চিন্তা করে ২০১৯ সালের মার্চে ৫৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়।
 অপরদিকে, ১০০ শয্যার এ হাসপাতালের চিকিৎসকের পদ রয়েছে ৪৩টি। এর মধ্যে গাইনি, ফরেনসিক, শিশু, চর্ম, রেডিওলজি, মেডিসিন, প্যাথলজি, সার্জারীসহ ১৮টি পদ শূন্য রয়েছে। চিকিৎসকদের এমন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০০৮ সালে হাসপাতালটির নামকরণ ও আধুনিকায়ন হলেও গত ১৭ বছরেও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি হাসপাতালটিতে।
 জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট(শিশু), সিনিয়র কনসালটেন্ট(মেডিসিন), সিনিয়র কনসালটেন্ট(সার্জারী), সিনিয়র কনসালটেন্ট(গাইনী), সিনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন), সিনিয়র কনসালটেন্ট(ফরেনসিক মেডিসিন), সিনিয়র কনসালটেন্ট(ইএনটটি), সিনিয়র কনসালটেন্ট(এ্যানেসথেসিয়া),  জুনিয়র কনসালটেন্ট(চক্ষু), জুনিয়র কনসালটেন্ট(রেডিওলোজি), জুনিয়র কনসালটেন্ট(কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট(প্যাথলজি), আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জনের ৩টি পদ এবং প্যাথলজিস্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
 শরিফুল ইসলাম মিঞা নামে এক ব্যক্তি বলেন, আমি কয়েকদিন ধরেই শারীরিকভাবে একটু অসুস্থ। জেলা সদর হাসপাতালে এসেছিলাম একজন বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তার দেখানোর জন্য। কিন্তু টিকিট কাউন্টার থেকে আমাকে পাঠিয়ে দেয় একজন মেডিকেল অফিসারের কাছে। আমি তাকে বলেছিলাম একজন সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞের কাছে রেফার করতে। কিন্তু তিনি জানান এখানে সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার বড় একটি হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট নেই এটি হতাশাজনক।
 সাইদুর রহমান নামে এক ব্যক্তি বলেন, আমি চোখের সমস্যা দেখাতে সদর হাসপাতালে এসেছিলাম। কিন্তু এসে দেখি চোখের কোন চিকিৎসকই এখানে নেই।
 সাবিনা ইয়াসমিন নামের এক নারী বলেন, দীর্ঘদিন ধরে আমি এলার্জির সমস্যাতে ভুগছি। আজ এসেছিলাম চর্ম রোগের ডাক্তার দেখাতে। টিকিট কাউন্টার গিয়ে টিকিট কাটতে গেলে সেখান থেকে জানানো হয় চর্ম রোগের কোন ডাক্তার নেই। এখন বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে।
 রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকট দীর্ঘদিনের। বাইরের জেলা থেকে কোন বিশেষজ্ঞ চিকিৎসক এ জেলায় আসতে চান না। কেনো আসতে চান না সেটা তারাই ভালো জানেন। গত এপ্রিল মাসের হাসপাতালের কর্মকর্তাদের হাল নাগাদ তথ্য আমরা ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) বরাবর পাঠিয়েছি। হাসপাতালের চিকিৎসক সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি। আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি চিকিৎসক সংকট দূর করার জন্য। 
 তিনি আরও বলেন, আমাদের ২৫০ শয্যার ৮তলা ভবনের কাজ চলমান রয়েছে। এখন ভিতরের ডেকোরেশনের কাজ চলছে। খুব শিগগিরই আমরা ২৫০ শয্যার ভবনটি বুঝে পাবো বলে আশা করছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com