গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) মূখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলার ঘটনায় রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গতকাল ৪ঠা মে রাত ১০টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ১নং রেলগেট এলাকা ঘুরে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে রাজবাড়ী জেলার আহ্বায়ক মীর মাহমুদ সুজন ও মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাঈদুজ্জামান সাকিব, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফি, যুগ্ম সদস্য সচিব মঈন শিকদার, সদস্য মিরাজুল মাজিদ তূর্যসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী নেতারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী হাসনাত আব্দুল্লাহরর উপর গাজীপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই হামলা চালানো মানে দেশের উপর একটি অশনী সংকেত। আমরা দেখেছি শুধু হাসনাত আব্দুল্লাহ না সারাদেশের সকল বিপ্লবীদের উপর হামলা চালানো হচ্ছে। এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হচ্ছে। ৭১ এর পর এদেশের বিপ্লবীদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে একাত্তরের স্বাধীনতাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি চব্বিশ এর গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বাধা প্রদান করা হচ্ছে। তাই আজকে বিপ্লবীদের উপর বারবার আঘাত করা হচ্ছে। আজকে হাসনাত আব্দুল্লাহর উপর যে বা যারা হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের যদি দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতারা আবার রাজপথে নেমে আসবে। বক্তারা আরও বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা নতুন করে স্বাধীন করতে পেরেছি তাদের ওপর যদি এখনো আক্রমণ হয় তাহলে এই প্রশাসন আমাদের দরকার নেই। যেই প্রশাসন আমাদের ভাইদেরকে নিরাপত্তা দিতে পারেনা, যেই প্রশাসন আমাদের অগ্রণী ভূমিকা পালনকারী বীর সন্তানদের নিরাপত্তা দিতে পারে না সেই প্রশাসন আমারা চাইনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে হাসনাত আবদুল্লাহর ওপর হামলারকারীদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। শুধু হাসনাত আবদুল্লাহ না চব্বিশ এর গণঅভ্যুত্থানে যারাই মাঠে ছিলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে আমাদের আবেদন এদেরকে আপনারা নিরাপত্তা দিবেন। আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করে নেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com