রাজবাড়ী জেলার গোয়ালন্দে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে অতিরিক্ত পণ্য (ওভারলোড) পরিবহনের দায়ে ৪টি পণ্যবাহী ট্রাকের চালককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল ৫ই মে রাত ৯টার দিকে উপজেলার সংলগ্ন স্থাপিত ওয়েটস্কেলে ট্রাকগুলো পরিমাপ করতে আসলে অতিরিক্ত পণ্য পরিবহনের দায়ে ৪টি ট্রাক আটক করে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৫ ধারায় চারটি ট্রাকের চালককে মোট ১১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
এ সময় তিনি বলেন, মহাসড়কে ট্রাকে নির্দিষ্ট পণ্য পরিবহন না করে যে সমস্ত চালকরা অতিরিক্ত পণ্য পরিবহন করছে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সামনে স্থাপিত ওয়েটস্কেলে ট্রাকের পণ্য পরিমাপ করে ওভারলোড থাকার কারণে মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সড়কে অতিরিক্ত পণ্য পরিবহন করলে সড়কের অবস্থা খারাপ হয়ে যায় এবং সড়কটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই ওভারলোড ট্রাককে জরিমানা করা হচ্ছে। তাছাড়া স্কেল থেকে অনেকের নামে প্রতিদিনই ওভারলোড ট্রাক পার হয় এ রকম তথ্য আমাদের কাছে রয়েছে। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com