রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মাশানে ৩২ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে।
গতকাল ৬ই মে ভোর থেকে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ৩২ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু হয়।
বালিয়াকান্দি মহাশ্মাশান ও কেন্দ্রীয় মন্দিরের কমিটির সভাপতি উত্তম কুমার দে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কর বলেন, ৪দিন ব্যাপী মহানাম সংকীর্তনের আজ প্রথম দিন। সংকীর্ত্তন শুনতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তরা এসেছে। তারা সংকীর্তন শুনছেন এবং তাদের মাঝে প্রসাদ বিতরণ চলছে। আগামী ১০ই মে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
মহানাম পরিবেশন করেন মাদারীপুর জেলার শ্রীমন মহাপ্রভু সম্প্রদায়, যশোর জেলার শ্রী আদি গৌরাঙ্গ সম্প্রদায়, নেত্রকোনা জেলার শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সম্প্রদায়, খুলনা জেলার বন্ধু সুন্দর সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার রাধাকুঞ্জ সম্প্রদায় ও রাজবাড়ী জেলার শ্রীশ্রী অদ্বৈত সম্প্রদায়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com