রাজবাড়ীতে ২৮দিনের ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী

সুজন কুমার বিষ্ণু || ২০২৫-০৫-০৬ ১৬:২৬:২২

image

রাজবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ২৮দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের(পুরুষ) সমাপনী অনুষ্ঠান গতকাল ৬ই মে সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। জেলা কমান্ড্যান্ট বিএএমএস ড. মোস্তারী জাহান ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে আবু হুসাইন ও আলামীন বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত ৫৪জন ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের প্রধান লক্ষ্য তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা এবং সদস্যদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে অন্যদিকে স্থানীয় পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামাজিক অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  
 তিনি আরও বলেন, ভিডিপি’র প্রচলিত প্রশিক্ষণ কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রসারিত মডিউলে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’, ‘উদ্যোক্তা উন্নয়ন কৌশল’, ‘তরুণ নেতৃত্ব বিকাশ’ এবং ‘সাইবার অপরাধ প্রতিরোধ’সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।
 অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ৫৪ জন ভিডিপি সদস্য জেলা প্রশাসকের কাছ থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন। একই সাথে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ উপহার প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com