রাজবাড়ীতে তিন দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের ডিসির কাছে স্মারক লিপি প্রদান

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-১১ ১৪:৪২:৪৫

image

রাজবাড়ীতে অধস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতনভাতাসহ তিন দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা।
  গতকাল ১১ই নভেম্বর সকালে কেন্দ্রীয় পূর্ব ঘোষিত নির্দেশনার অংশ হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করেন তারা।
  এতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী আক্কাছ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব জামান, সহ-সভাপতি মোঃ ওদুদ খান, মোঃ মাহমুদুল হাসান তমাল, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  এর আগে গত ১০ই নভেম্বর সকালে আদালত প্রাঙ্গনে তিন দফা দাবী সম্বলিত ব্যানার টানানো কর্মসূচী পালন করেন তারা।
  তিন দফার দাবীর অন্য দুটি হলো ঃ সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি/উচ্চ গ্রেড প্রদানের ব্যবস্থা করা। এছাড়া অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com