রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিএনপির কর্মী কৃষক রাশেদুল(৩০) হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল ৮ই মে বিকালে পাট্টা ইউনিয়নের পাট্টাজোনা বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি আনিস মোল্লা, পাট্টা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর বর, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন, নিহত রাশেদুলের স্ত্রী জরিনা আক্তার ও পিতা কিয়ামুদ্দিন শেখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ২রা মে রাতে সিলেট থেকে কয়েকজন কৃষক ভাগা হিসাবে ধান কেটে বাড়ীতে আসেন। পরদিন ৩রা মে সকাল ৯টার দিকে শ্রমের পরিশ্রমিক হিসাবে পাওয়া ধানের ভাগ আনার সময় শাহ মোঃ রফিক, সুমন, আকিদুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী পিটিয়ে ও কুপিয়ে রাশেদুলকে হত্যা করে।
এ ঘটনায় পাংশা মডেল থানায় রাশেদুলের বাবা বাদী হয়ে ২৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ওই মামলায় এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাশেদুল বিএনপির একজন ত্যাগী কর্মী ছিলেন বলেও জানান বক্তারা।
মানববন্ধনে পাট্টা ইউনিয়নের দুই সহস্রাধিক সাধারণ মানুষসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা রাশেদুল হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com