রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস দিবস পালন

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-০৮ ১৬:১৭:৫৯

image

“মানবতার পাশে একসাথে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের আয়োজনে গতকাল ৮ই মে সকালে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সকালে সংস্থার রাজবাড়ী ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে রেড ক্রিসেন্ট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাজির শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পাংশা উপজেলা ইউনিটের ইউথ লিডার খন্দকার নাসিম রানা ও যুব স্বেচ্ছাসেবক জান্নাতুল সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য ও সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের যুব প্রধান উজ্জ্বল কুমার দাস।
 র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংস্থা। এর প্রত্যেক স্বেচ্ছাসেবক সর্বদা আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকে। রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটিও ঠিক একইভাবে আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কাজ করে থাকে। আগামী দিনে রেড ক্রিসেন্ট সোসাইটি আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। 
 অনুষ্ঠানে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন পালন করা হয়। তার জন্মদিনের কেক কাটা, যুব সদস্যদের মাঝে ইউনিটের সেরা স্বেচ্ছাসেবক সনদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com