রাজবাড়ীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ৮ই মে বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “রবীন্দ্রনাথ ও বাংলাদেশ”।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ এর সঞ্চালনায় আলোচনা সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল ও রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একাধারে দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি তার সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে মর্য়াদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তার গান ও কবিতা এদেশের মানুষের জীবনের সাথে মিলেমিশে আছে। গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বর্ষাকালে আমরা অনেকেই রবীন্দ্র নাথের গান শুনি ও গুনগুন করে গাই। আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে এবং শাঙন গগনে ঘোর ঘনঘটা এই রবীন্দ্র সংগীত গুলো মনের অজান্তেই আমরা অনেকে বৃষ্টির দিনে গাই। তার ছোটগল্প গুলো অনেক সুন্দর করে লেখা। যারা এখনো পড়েননি তারা তার ছোট গল্পগুলো পড়বেন এবং আপনার সন্তানদেরও পড়াবেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com