রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর গতকাল ৯ই মে বিকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় পাংশা স্টেশন রোড বাজারকে ১-০ গোলে হারিয়ে কাঁচা বাজার-মাছ বাজার ফুটবল একাদশ জয়ী হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে দ্বিতীয় দিনের স্টেশন রোড বাজার বনাম কাঁচা বাজার-মাছ বাজার ফুটবল একাদশের মধ্যকার খেলা উদ্বোধন করেন পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার প্রমূখ নেতৃবৃন্দ।
এ সময় পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম নয়ন ও মোঃ সাদেকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ কামাল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্মীয় সম্পাদক(ইসলাম) মোঃ শামীম বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল আলীম, মোঃ আব্বাস উদ্দিন ও মোঃ নাঈমুর রহমান দুর্জয়, ক্রীড়া ব্যক্তিত্ব শাহজাহানুল হক (জুয়েল মাস্টার)সহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে পাংশা স্টেশন রোড বাজার ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে পাংশা কাঁচা বাজার- মাছ বাজার ফুটবল একাদশ জয়লাভ করে। আর এই জয়লাভের মধ্য দিয়ে আগামী ১৬ই মে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পাংশা কাঁচা বাজার-মাছ বাজার ফুটবল একাদশ।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশে রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন কুমারখালীর মোঃ রেজাউর রহমান। তাকে সহযোগিতা করেন আতাউর রহমান ও মোঃ আরিফুল ইসলাম।
ধারাভাষ্যে ছিলেন পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী মন্ডল ও সাংবাদিক এইচ.এম শামীম রহমান জন। উল্লেখিত বাজারের ব্যবসায়ীরা নিজ নিজ টিমের খেলোয়ার হিসেবে মাঠে নামেন। প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।
বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, আগামী ১৬ই মে শুক্রবার বিকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা দত্ত মার্কেট এবং কাঁচা বাজার- মাছ বাজার ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২রা মে বিকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট জনেরা পাংশা শিল্প ও বণিক সমিতির ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com