রাজবাড়ী বিআরটিএ’তে দুদকের অভিযানে আটককৃত ৪জন দালালকে কারাগারে প্রেরণ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-০৯ ১৬:১০:৪৮

image

রাজবাড়ী বিআরটিএ অফিসে দুদকের অভিযানে উপযুক্ত তথ্য প্রমাণসহ হাতেনাতে আটক ৪জন দালালের বিরুদ্ধে গত ৭ই মে রাতে মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
 গত ৮ই মে সকালে আটক ওই ৪জন দালালকে রাজবাড়ী সদর আমলী আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শোভন শাহরিয়ার তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 এর আগে গত ৭ই মে বিআরটিএ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে দুদক।
 গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া গ্রামের রহমত আলী মৃধার ছেলে লিয়াকত আলী মৃধা(৬৪), চরলক্ষীপুর গ্রামের আব্বাস আলী খানের ছেলে মোঃ আশিক খান(২৮), রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা বেথুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ আকরামুজ্জামান(৩৯) ও পৌরসভার কাজীকান্দা গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মোঃ মনছুর আহম্মেদ(৩৫)।
 জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকাসহ ৩৫টি বিআরটিএ’তে অভিযান চালায় দুদক। তারই ধারাবাহিকতায় আকস্মিকভাবে ছদ্মবেশে রাজবাড়ী বিআরটিএ’তে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়। এ সময় দালাল ধরে লাইসেন্স ও গাড়ীর রেজিস্ট্রেশন করার সত্যতা পায় তারা। তখন হাতেনাতে ৪জন দালালকে আটক করে দুদকের কর্মকর্তারা। অভিযানে দুদক আশিক খান নামের দালালের কাছ থেকে ৩৩ হাজার ১০০ টাকা, মোঃ আকরামুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা ও লিয়াকত আলী মৃধার কাছ থেকে ১৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করে। এসব টাকা তারা ড্রাইভিং লাইসেন্স করতে আসা বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে গ্রহণ করে।
 দুদকের কর্মকর্তারা দালালদেরকে সদর থানায় হস্তান্তর করে। পরে ৭ই মে রাতেই রাজবাড়ী বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ বাদী হয়ে পেনাল কোড ১৮৬০ এর ২৯০/৪০৬/৪২০ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-১২। তাং-৭/০৫/২০২৫ইং।
 মামলার এজাহারে রাজবাড়ী বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ উল্লেখ করেন, বিআরটিএ রাজবাড়ী সার্কেল কার্যালয়ে আগত সেবা গ্রহিতাদের কাছ থেকে প্রায় সময় আমি নিজে অভিযোগ পাই যে, আমার অফিসের বাইরে উপদ্রব সৃষ্টি করে বিভিন্ন দালাল চক্রের লোকজন সেবা গ্রহিতাদের কাছ থেকে অধিক পরিমানে টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র প্রদান করে দেওয়ার নাম করে সেবা গ্রহীতাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করে আসছে।
 পরবর্তীতে গত ৭ই মে দুপুর ১ টা ২০ মিনিটের দিকে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নির্দেশ মোতাবেক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এর একটি টিম বিআরটিএ রাজবাড়ী সার্কেল কার্যালয়ে অভিযান পরিচালনা করে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত টিমের অভিযানে উল্লেখিত ৪জন দালালকে আটক করে। এ সময় দালাল মোঃ লিয়াকত আলী মৃধার কাছ থেকে ১৪২৪০ টাকা, মোঃ আশিক খানের কাছ থেকে ৩৩১০০ টাকা এবং অভিযুক্ত মোঃ আকরামুজ্জামানের কাছ থেকে ২৫০৮০ টাকা পাওয়া যায়। যা তারা বিভিন্ন সেবাপ্রার্থীদের কাছ থেকে নিয়েছিল।
 আটককৃত ১, ২ ও ৩ নং অভিযুক্তদেরকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর টিম উপস্থিত সাক্ষীদের সন্মুখে জিজ্ঞাসাবাদ করে। তাদের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় ৪নং অভিযুক্তসহ তারা সকলে একটি দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা সেবা গ্রহিতাদের কাছ থেকে অধিক পরিমাণে টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজ পত্রাদি প্রদান এবং অন্যান্য সেবা প্রদান দেওয়ার নাম করে সেবাগ্রহিতাদের কাছ থেকে নগদ অর্থ গ্রহন করার কথা স্বীকার করে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ বাদী হয়ে গত ৭ই মে রাতে গ্রেপ্তারকৃত ৪জন দালালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাদেরকে গত ৮ই মে সকালে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com