বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল ৯ই মে পৃথক অভিযান চালিয়ে রাজবাড়ীতে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪জন নেতাকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার মৃত মোঃ আবুল হোসেনের ছেলে ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একই এলাকার খন্দকার আঃ ওহাবের ছেলে আবু হাসান(৩৮), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ৫নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের আমজাদ মন্ডলের ছেলে আজিজুল ইসলাম মন্ডল(২৭) এবং পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৃত আব্দুল ওয়াদুদের ছেলে আমিরুল ইসলাম(৫৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ই আগস্ট দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ আন্দোলন সফল করার লক্ষে অবস্থান নেয়। আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তাদের হামলায় কয়েকজন আহত হয়। এ ঘটনায় গত ২রা অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে শাহিন ফকির(৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ মামলায় গতকাল ৯ই মে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকা থেকে ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেনকে ডিবি’র একটি দল গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহীন ফকিরের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেনকে ডিবি’র টিম গ্রেপ্তার করেছে।
এছাড়া গত ৪ই আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র/ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টিএনটি পাড়া এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মারাত্মক আগ্নেয়াস্ত্র ও ধারালো রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ ও রড নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমন করে এলোপাথারিভাবে লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের জখম করে। এ ঘটনায় গত ২৬শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে এজাহারনামীয় ৪৪ জনসহ শতাধিক অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
ওই মামলায় গতকাল ৯ই মে দুপুর দেড়টার দিকে রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকা থেকে রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আবু হাসান (৩৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবু হাসানকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, গত ৪ই আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত বছরের গত ১০ই ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহাজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় গতকাল ৯ই মে ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ৫নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের আমজাদ মন্ডলের ছেলে আজিজুল ইসলাম মন্ডল (২৭)কে থানা পুলিশ গ্রেফতার করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে গতকাল ৯ই মে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম (৫৮)কে গতকাল ৯ই মে দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব জানান, পাংশা মডেল থানার একটি মামলায় বিশেষ ক্ষমতা আইনে কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামকে ডিবি’র টিম গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামকে বেলা সাড়ে ১২টার দিকে পাংশার মাছপাড়া বাসট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
না হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com