রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ও সাওরাইল ইউনিয়েনের বাসিন্দা যারা রাজবাড়ী শহরে বসবাসরত তাদের সংগঠন “চত্রা এম এস এসোসিয়েশন”-এর দ্বি-বার্ষিক কমিটি গঠন হয়েছে।
গতকাল ১১ই মে বিকেল ৪টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় ৬০ জন সদস্যের অংশগ্রহণে ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটিতে বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক সভাপতি ও পাংশা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আবু মুসা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, চত্রা এম এস এসোসিয়েশন রাজবাড়ী বিভিন্ন সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ করে চলছে। এই কমিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বোধের উন্নয়ন বৃদ্ধিই মূল লক্ষ্য।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com