রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল ১২ই মে দুপুরে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
পুলিশ সুপার কার্যালয়ে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, ডিআইও-১ আব্দুর রহিম, সকল থানার অফিসার ইনচার্জ, ডিবির ওসি মফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর রাজবাড়ী জেলাসহ দেশের আইন-শৃঙ্খলা ও পুলিশিং কার্যক্রম যখন ভেঙ্গে পড়েছিলো ঠিক সেই মুহুর্তে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর যোগদান করেন মোছাঃ শামিমা পারভীন। যোগদান করার পর থেকেই তিনি জেলার অপরাধ দমন ও মাদক নির্মূলসহ জেলায় পুলিশিং কার্যক্রম বাড়ানোর জন্য নিরলসভাবে পরিশ্রম করেন।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের কর্মকালীন সময়ের মধ্যে ৮ মাসে ১০টি গুরুত্বপূর্ণ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৪টি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসেন। এছাড়াও জেলা থেকে মাদক নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে জেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
গত ৮ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন তাকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(পুলিশ সুপার)হিসেবে বদলি করা হয়। বিদায়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীবের কাছে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থল ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে যোগদানের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com