গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার মামলায় সুজ্জল-সোহেল জেল হাজতে

মইনুল হক মৃধা || ২০২৫-০৫-১২ ১৬:০৩:২০

image

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল(৪৭) ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের গোয়ালন্দ পৌর সভাপতি শেখ সোহেল(৪৪) এর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
 গতকাল ১২ই মে দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
 এ ঘটনায় গত বছরের ১০ই ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
 আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, ‘হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামীরা নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com