রাজবাড়ীর নবাগত পুলিশ সুপারের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের সৌজন্য সাক্ষাৎ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-১৩ ১৫:২৫:০৯

image

 রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সাথে তার নিজ কার্যালয়ে গতকাল ১৩ই মে দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 
 এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদুজামান সাকিব, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলতাব মাহমুদ সাগর ও যুগ্ম সদস্য সচিব সেলিম প্রামাণিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 সৌজন্য সাক্ষাৎকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রাজবাড়ী জেলা পুলিশকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের পুলিশ হিসেবে কাজ করার আহ্বান জানান। তারা পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
 রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে একমত পোষণ করে জেলা পুলিশ নতুন রূপে জনগণের সেবায় নিয়োজিত থেকে জনকল্যাণে কাজ করবে মর্মে আশ্বাস প্রদান করেন। পুলিশিং কার্যক্রমে তিনি ছাত্র জনতাসহ জেলার আপামার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com