রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী নাজমুল হোসেন আকাশ (২৬)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ১৩ই মে দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া বরকত সরদার পাড়া এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৪ই মে সকালে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com