রাজবাড়ী জেলার কালুখালীতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (৫০)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ১৪ই মে কালুখালী থানার এস.আই মোঃ রিপন মোল্লা, এসআই মোঃ শাহাদান হোসেন ও এসআই মোঃ চুন্নু শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার রতনদিয়া বাজার থেকে আব্দুর রশিদকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুর রশিদ কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোজাহার আলী মন্ডলের ছেলে।
কালুখালী থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১০ই ফেব্রুয়ারী ভোর রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ও মিতুল হাকিমের নির্দেশে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্টান্ডে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর যানবাহনের চলাচলের বাঁধা সৃষ্টি করে সরকার বিরোধী ষড়যন্ত্র করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাৎক্ষণিক পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে মামলার ১নং আসামী রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রশিদ মোল্লা (৫৫)কে পুলিশ গ্রেপ্তার করে ও এজাহারনামীয় অন্যান্য আসামীসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী পালিয়ে যায়। এ সময় আসামীদের ফেলে যাওয়া লিফলেট ও ৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালুখালী থানায় গত ১০ই ফেব্রুয়ারী ৯জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে কালুখালী থানায় মামলা দায়ের হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গতকাল ১৪ই মে দুপুর পৌনে ১২ টার দিকে সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকতা মামলায় বিশেষ ক্ষমতা আইনে মোঃ আব্দুল রশিদ (৫০)কে তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com