রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়ায় গতকাল ১৪ই মে সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন সেতুর ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে আসলাম মন্ডল(৪০) নামে এক স্যালো ইঞ্জিন মিস্ত্রী নিহত হয়েছে।
নিহত আসলাম মন্ডল পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই-সাওরাইল গ্রামের করিম মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট থেকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ পর্যন্ত গড়াই নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি স্যালো ইঞ্জিন চালিত জেনারেটরে ত্রুটি দেখা দিলে তা ঠিক করার জন্য সকালে ইঞ্জিন মিস্ত্রী আসলাম মন্ডলকে আনা হয়। নির্মাণাধীন সেতুর পাশে নিচে বসে আসলাম মন্ডল ইঞ্জিন মেরামতের কাজ করার সময় সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে হঠাৎ একটি লোহার অ্যাঙ্গেল ছুটে এসে তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে নেয়ার পরপরই মারা যান আসলাম।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিজন কৃষ্ণ বলেন, ‘আমাদের ইঞ্জিন মেরামতের কাজগুলো সবসময় আসলাম মন্ডল করে। গতকালও তিনি নির্মাণাধীন সেতু থেকে অন্তত ৩০ ফুট দূরে বসে ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। হঠাৎই সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে লোহার আনুমানিক তিন ফুট লম্বা একটি এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।’
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্টেন্ট তাসফিয়া জেসমিন বলেন, ‘আসলাম মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। যে কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মাথায় অ্যাঙ্গেল পড়ে ইঞ্জিন মিস্ত্রী নিহতের খবর আমরা পাইনি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com