“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজন গতকাল ১৪ই মে সকাল অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ৪৬তম জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন অতিথিরা।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্যে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, বিজ্ঞান মেলা খুব বেশি দিন আগের না, আমাদের স্কুল জীবনে এগুলো তেমন ছিলনা। বিশেষ করে আমরা যারা গ্রামে লেখাপড়া করেছি। আমরা তখন বইতে যা পড়তাম তা বাস্তবে পেতাম না। আমরা পড়তাম গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ হচ্ছে সারাবিশ্ব, একটা গ্রাম। আমরা এটা তখন পড়তাম কিন্তু কিভাবে হবে, কবে হবে আমাদের এটা ধারণা ছিলো না। আমি এটা ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০ সালের কথা বলছি।
আমরা যখন ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করলাম তখন হঠাৎ করে দেখলাম যে কম্পিউটার চলে আসলো। এর কিছু দিন পর কম্পিউটারের নতুন নতুন ভার্সন চলে আসলো। এরপর বাটন মোবাইল থেকে এন্ড্রয়েড মোবাইল চলে আসলো। ১৯৯৫ এর পর থেকে ৩০ বছরে বিজ্ঞানের অনেক পরিবর্তন হয়েছে। প্রতি ৫ বছর পর পর বিজ্ঞান নতুনত্ব নিয়ে আসছে। ক্যামেরা থেকে ড্রোনে চলে আসছে। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে বিজ্ঞান ও প্রযুক্তি জড়িত। সামনে এআই প্রযুক্তি আসছে। এর সাথে যদি আমরা খাপখাওয়াতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো। তাই আজকের এই বিজ্ঞান মেলার যারা উদ্যোক্তা তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দুই দিনব্যাপী আমাদের এই বিজ্ঞান মেলাটা হবে। এখানে বিভিন্ন উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতার মাধ্যমে যারা সেরা হয়েছে তাদের মধ্যে থেকে ৩৫টি স্টল রয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের বানানো বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করবে। মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য ভ্রাম্যমাণ দুইটি বাসে বিজ্ঞান বিষয়ক প্রেজেন্টেশন দেখানো হচ্ছে। আগামীকাল ৯ম অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা হবে। এখানে কয়েকটি গ্রুপে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। যারা সেরা হবে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে এবং জাতীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান, শাহেদ খান, মোঃ আশিকুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তারা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিষয় বস্তুুর উপর বক্তব্য শোনেন। এছাড়াও অতিথিরা ডিসি অফিসের চত্বরে থাকা ভ্রাম্যমাণ বাসের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।
জানা গেছে, জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় রয়েছে বিজ্ঞান বিষয়ক প্রকল্প, কুইজ, সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড। অফিসার্স ক্লাব চত্বরে মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল বসেছে। এছাড়াও ডিসি অফিস চত্বরে ভ্রাম্যমাণ দুইটি বাসে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শনী দেখানো হচ্ছে।
আজ ১৫ই মে বিজ্ঞান মেলায় ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টায় বিজ্ঞান মেলার সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com