কালুখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা অজুফা গ্রেফতার

জুয়েল সরদার || ২০২৫-০৫-১৫ ১৫:০৯:১০

image

রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা অজুফা বেগম (৪৭)কে গ্রেফতার করেছে।
 গত ১৪ই মে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া এলাকার বাবুর মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃত আজুফা বেগম উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের শুকুর আলী শেখের স্ত্রী।
 কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গত ১৪ই মে গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার এসআই(নিরস্ত্র) জিয়াউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার বোয়ালিয়া এলাকার বাবুর মুদি দোকানের সামনে থেকে মাদক বিক্রেতা আজুফা বেগম (৪৭)কে ৮পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ২হাজার ৪ শত টাকা। 
 এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গতকাল ১৫ই মে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com