রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযানে ধরা পড়লো নানা অনিয়ম

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-১৫ ১৫:০৯:৪৭

image

 রাজবাড়ী জেলা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।
 গতকাল ১৫ই মে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার।
 অভিযানে হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম, প্রতিদিনের ডায়েট চার্জ অনুযায়ী খাবার সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ করা, হাসপাতালের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, চিকিৎসকদের অনুপস্থিতি, চিকিৎসকদের দেরিতে আসা, রোগীদের খাবারে মিনিকেট/পাইজাম চালের পরিবর্তে মোটা চাল দেওয়াসহ বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।
 দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ৮০ জন রোগীর বিপরীতে মুরগীর মাংস বরাদ্দ ছিলো ২২ কেজি ২০০ গ্রাম। সেখানে আমরা মেপে ১৫ কেজি ২০০ গ্রাম পেয়েছি। ৭ কেজি মাংস কম পেয়েছি। এছাড়াও রোগীদের খাবারের চার্টে প্রতিদিন প্রত্যেক রোগীকে ৩৫০ গ্রাম করে দুই বেলা ৭৫০ গ্রাম দুধ দেওয়ার কথা থাকলেও ওয়ার্ড মাস্টারসহ রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি এই হাসপাতালে কখনোই দুধ দেওয়া হয় না। এছাড়াও সপ্তাহে একদিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও সেটা রোগীদের দেওয়া হয় না। আমরা রোগীদের সাথে কথা বলে এর প্রমাণ পেয়েছি। এছাড়াও রোগীদের খাবারে পাইজাম চালের ভাত দেওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি মোটা চালের ভাত দেওয়া হচ্ছে।
 এছাড়াও হাসপাতালের ঔষুধ ও লিলেন ধোলাই করণের টেন্ডার প্রক্রিয়ার কাগজপত্র আমরা যাচাই-বাছাই করতে চেয়েছিলাম কিন্তু হাসপাতালের হিসাব রক্ষক ছুটিতে থাকায় আমরা রেকর্ড দেখতে পারিনি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই/এক দিনের মধ্যে রেকর্ডপত্র সংগ্রহ করে আমাদের দপ্তরে পাঠাতে বলেছি। রেকর্ড পত্র পাওয়ার পর পর্যালোচনা করে ও যেসব অনিয়ম উঠে এসেছে সেগুলো আমরা কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।
 তিনি বলেন, আমরা হাসপাতালে এসে দেখেছি এনালগ হাজিরা খাতায় ৩২ জন চিকিৎসকের নাম রয়েছে। এখানে ৩২ জনের মধ্যে ১৭ জনকে উপস্থিত পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি ৪ জন চিকিৎসক ইতিমধ্যেই বদলি হয়ে গেছে। তাদের নামও হাজিরা খাতায় উঠানো হয়েছে। আরেকজন ছুটিতে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করেছে কয়েকজন চিকিৎসক হাসপাতালে এসেছে কিন্তু তারা হাজিরা খাতায় স্বাক্ষর করেনি। তাদের দাবী অনুযায়ী আমরা প্রকৃতপক্ষে ৫/৬ জন চিকিৎসককে হাসপাতালে পাইনি। এছাড়াও উপস্থিতের মধ্যে অনেকেই নির্ধারিত সময়ের থেকে দেরিতে এসেছে।
 তিনি আরও বলেন, আমরা অনিয়মের বিষয়গুলো বিস্তারিত প্রতিবেদন আকারে খুব শিগগিরই কমিশন বরাবর প্রেরণ করবো। কমিশন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
 রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জিয়াউল আহসান বলেন, আজকে দুদুকের বিশেষ টিম সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে। তারা অভিযানে রান্না ঘরের ডায়েটে ৭ কেজি মাংস কম পেয়েছে ও চিকিৎসকদের অনুপস্থিতি দেখতে পেয়েছে। এছাড়াও তারা পথ্য ও লিলেন  ধোলাই করণের টেন্ডারের কাগজপত্র যাচাইবাছাই করার জন্য চেয়েছে। কিন্তু  হিসাব রক্ষক ছুটিতে থাকায় আমি সেটা দিতে পারিনি। আমি সামনের শনিবারের মধ্যেই এটা তাদের পাঠিয়ে দিবো। তারা বিষয় গুলো যাচাই-বাছাই করে কমিশনকে জানাবে। এছাড়াও আমরা চেষ্টা করবো আমাদের যে অনিয়ম আছে তা দূর করার জন্য।
 অভিযানে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার ও উপ-সহকারী পরিচালক মোঃ কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দুদক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের পেয়েছিল।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com