পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাঁচা বাজার ফুটবল দল চ্যাম্পিয়ন

মোক্তার হোসেন || ২০২৫-০৫-১৬ ১৫:৩১:০০

image

 রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর গতকাল ১৬ই মে বিকালে পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় টাইব্রেকারে দত্ত মার্কেট ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে কাঁচা বাজার-মাছ বাজার (উপজেলা সড়ক বাজার) ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
 পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বক্তব্য রাখেন এবং খেলা উদ্বোধন করেন। 
 অন্যান্যের মধ্যে পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ইউসুফ আলী মন্ডল বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
 অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম নয়ন ও মোঃ সাদেকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ কামাল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্মীয় সম্পাদক(ইসলাম) মোঃ শামীম বিশ্বাস, ধর্মীয় সম্পাদক(সনাতন) মোহনলাল আগরওয়ালা, কাযনির্বাহী সদস্য মোঃ আব্দুল আলীম, মোঃ আব্বাস উদ্দিন ও মোঃ নাঈমুর রহমান দুর্জয়সহ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে শেষ করা হয়। সন্ধ্যা ঘনিয়ে আসায় গতকাল শুক্রবার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা সম্ভব হয়নি।
 পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার বলেন, আজ ১৭ই মে বিকালে পাংশা পৌরসভা মাঠে সমিতির অভিষেক অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে।
 আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন কুমারখালীর মোঃ রেজাউর রহমান। তাকে সহযোগিতা করেন আতাউর রহমান ও মোঃ আরিফুল ইসলাম।
 ধারাভাষ্যে ছিলেন পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী মন্ডল ও সাংবাদিক এইচ.এম শামীম রহমান জন। উল্লেখিত বাজারের ব্যবসায়ীরা নিজ নিজ টিমের খেলোয়ার হিসেবে মাঠে নামেন। প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।
 উল্লেখ্য, গত ২রা মে বিকালে পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com