রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ই মে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সেমিনারে সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ সোহেল শেখ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রইচ উদ্দিন ডিউক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) শহীদ সোহরাওয়ার্দী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ নাঈম আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইমরান খান, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রণব সাহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাঈদুজ্জামান সাকিব, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফিসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন হতে হবে। আজকের সেমিনার আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় করেছি। মূলত আজকের এই সেমিনারের উদ্দেশ্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানানো এবং এই বিষয়ে অবহিত করা। আমাদের জেলায় ভোক্তা অধিকারের অভিযান নিয়মিত চলছে। গত রমজানেও অভিযান চলেছে। ভোক্তা অধিকারের পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেটরাও ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়েছে। আমাদেরকে আগে সচেতন হতে হবে। ক্রেতা ও ভোক্তা সচেতন না হলে প্রতারণা, হয়রানী নির্মূল করা যাবে না। তাই ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আইন সম্পর্কে অন্যদেরকেও জানাতে হবে।
সভায় অন্যান্য বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে আলোচনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com