বসন্তপুরে রুপল হত্যার আসামীর বাড়ী-ঘর ভাংচুর॥আহত এসআই

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৫-১৮ ১৬:২৫:০৮

image

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে রুপল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শেষে ক্ষিপ্ত হয়ে আসামীর বাড়ীতে হামলা করেন মানববন্ধনকারীরা। হামলায় বাঁধা দিতে গিয়ে আহত হয়েছেন সদর থানার(এসআই) সাব্বির হোসেন।
 গতকাল ১৮ই মে বিকেল ৪টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 জানা গেছে, গত ১৬ই মে সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রী’র গোসলের ভিডিও ধারণের অভিযোগে ও চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক রুপল শেখ (৩০)কে । এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। গত ১৭ই মে ভোরে মামলার ৪জন আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
 গতকাল ১৮ই মে বিকালে রাজাপুর ব্রিজে রুপল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আসামী শামসুদ্দিন বিশ্বাসের বাড়ীতে হামলা করে মানববন্ধনকারীরা। হামলায় বাঁধা দিলে ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করা হয় সদর থানার এসআই সাব্বির হোসেনকে। এরপর ভাংচুর করা হয় আসামী শামসুদ্দিন বিশ্বাস ও মোক্তার বিশ্বাসের বাড়ী-ঘর।
 শামসুদ্দিন বিশ্বাসের ছেলের বউ তন্দ্রা বলেন, বিকালে আমরা বাড়ীতে ছিলাম। হত্যা মামলার তদন্তের জন্য আমাদের বাড়ীতে এসআই সাব্বির এসেছিলেন। হঠাৎ করে বিক্ষোভ মিছিল নিয়ে শতাধিক লোক আমাদের বাড়ীতে হামলা চালায়। এ সময় এসআই সাব্বির বাঁধা দিতে গেলে তাকে মারধর করার পর তার মাথায় ইট দিয়ে আঘাত করে আহত করা হয়। এ সময় আমরা দৌড়ে বাড়ী থেকে পালিয়ে যাই। এরপর বিক্ষোভকারীরা আমাদের বাড়ী-ঘর ভাংচুর করে লুটপাট চালায়। তারা আমাদের ঘর থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া আমার চাচা শ্বশুর মোক্তার বিশ্বাসের ঘর থেকেও বেশ কয়েক ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করা হয়। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, আহত এসআই সাব্বির হোসেনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে মানিক ও মোসলেম নামে ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com