হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-২০ ১৫:৩৮:০৫

image

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২০শে মে বিকালে জেলা কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস বক্তব্য রাখেন।
 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী শাশ্বতী চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক তন্ময় দাস, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক স্বজন দাস, বাংলাদেশ পূজা পরিষদের পৌর শাখার সভাপতি ধীরেশ চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। 
 এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা মেজর সিআরদত্ত এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
 বক্তাগণ সংগঠনের অতীত ও বর্তমান সাংগঠনিক প্রেক্ষাপট প্রসঙ্গে আলোচনা করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com