রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবলীগ ও কৃষক লীগের ৩জন নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৫-২০ ১৫:৪০:১৩

image

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ ও কৃষক লীগের ৩জন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 
 গতকাল ২০শে মে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব।
 এর আগে গত ১৯শে মে রাতে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে ও শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ ইলিয়াস মোল্লা ওরফে মিঠু(৫০), গোয়ালন্দ উপজেলার ইবাদুল্লা মিস্ত্রিপাড়ার পৌর ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আলী শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান(৪২) এবং কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান চৌধুরী মবি(৫৫)।
 জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগনের ওপর দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে এবং তাদের ওপর আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। এরপর আসামীরা ৮/১০টি ককটেল বিস্ফোরণ করলে সেখানেও কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে গত ২রা সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। এ মামলায় রাজবাড়ী সদর থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ১৯শে মে রাত সোয়া ৪টার সময় বড় নুরপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ ইলিয়াস মোল্লা ওরফে মিঠুকে গ্রেপ্তার করেন।
 অপরদিকে গত ৪ঠা আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 
 এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ পৌরসভার ১নং জুড়ান মোল্লার পাড়ার তোরাই মোড় থেকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
 অন্যদিকে গত ১৯ শে মে রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান চৌধুরী মবি(৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে গতকাল ২০শে মে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com