আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর- গোয়ালন্দ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুস সালাম মিয়া।
গতকাল ২৩শে দুপুরে বিএনপি নেতা আব্দুস সালাম মিয়া নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিএনপি নেতা আব্দুস সালাম মিয়া বর্তমানে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতির দায়িত্বে আছেন। এর আগে তিনি জেলা বিএনপির সাবেক দুই বারের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। মূল দলে আসার আগে আব্দুস সালাম মিয়া রাজবাড়ী জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্র দলের সদস্য ছিলেন।
রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুস সালাম মিয়া বলেন, আমি পারিবারিক ভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই ছিলাম এবং আছি। বিশেষ করে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বিএনপি’র কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে জেলা বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে তাদের আস্থার জায়গায় নিজেকে রাখতে সক্ষম হয়েছি। দলের বিশেষ সময়ে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে আন্দোলন হরতাল-অবরোধসহ দলের সকল প্রকার কর্মসূচিতে স্বশরীরে থেকে নেতাকর্মীদের সাথে করে তা বাস্তবায়ন করেছি।
তিনি আরো বলেন, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষের লাইনে থাকা কর্মীটির দলীয় পরিচয় নিশ্চিত হবে। তারই ধারাবাহিকতায় আমি মনে করি, দলের সকল কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করার কারণে দল আমাকে মূল্যায়ন করবে। দলের দুঃসময়ে যেভাবে দলের সাথে থেকে আমি নেতাকর্মীদের দেখেছি সেইভাবে রাজবাড়ী জেলার সাধারণ মানুষ ও রাজবাড়ী-১ আসনের সাধারণ মানুষের আধুনিক রাজবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করছি এবং নেতাকর্মীদের অনুরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করছি। দল থেকে মনোনয়ন পেলে আমি সংসদ সদস্য পদে নির্বাচন করবো এবং রাজবাড়ী-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com