ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতির জাঁকজমকপূর্ণ “ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা-২০২৫” গতকাল ২৩শে মে দিনব্যাপী ভাবে রাজধানী মোহাম্মদপুরে নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা সমিতি ঢাকার সভাপতি ড. শেখ মোহাঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সমিতির উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কে এম এইচ এস সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান(জুয়েল), সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট ইসতিয়াক জুয়েল ও বিশিষ্ট ব্যবসায়ী ডি.এম মজিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম। এ সময় সমিতির অন্যান্য সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজকে এই ঈদ পুনর্মিলনী ও মিলন মেলায় এসে মাধ্যমে অনেক পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো। আজকে এখানে মনে হচ্ছে এক টুকরো রাজবাড়ী। সময়ের পরিবর্তন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে রাজবাড়ীকে নিয়ে আমাদের নতুন করে ভাবার দরকার। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তিতে সমাজের নানা ক্ষেত্রে আমাদের জেলা পিছিয়ে আছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ২০০১ সালে যখন আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তখন আমি দৌলতদিয়া-পাটুরিয়াতে পদ্মা ব্রিজ করার জন্য পরিকল্পনা করেছিলাম। কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি। পদ্মা ব্রিজ চলে গেলো দক্ষিণবঙ্গের দিকে। আবার ভারতের ফারাক্কা বাঁধের কারণে আমাদের দেশের নদ-নদীগুলো শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে কৃষকরা ফসল ফলাতে পারছে না। এছাড়াও নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে। তখন এই পানিটা আটকে রাখার জন্য একটি ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়। ৫/৬ বার সখ্যমতা যাচাই করা হয়। এই ব্যারেজ নির্মাণ হবার স্থান ছিল পাংশার হাবাসপুরে। কিন্তু কোন অদৃশ্য কারণে সেটি বন্ধ হয়ে যায়। আঞ্চলিক রাজনীতির নানা সমীকরনের কারণে সেটিও হলো না। রাজবাড়ী জেলার পাংশায় পদ্মায় ব্যারেজ নির্মাণ না করলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। আমি বিষয়টি নিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৩৭ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব জমিতে ফসল হচ্ছেনা ঠিক মতন, মাছ চাষ হচ্ছে না। ফারাক্কা শুধু রাজবাড়ীর ইস্যু না এটা জাতীয় ইস্যু। ফারাক্কার কারণে দেশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশকে বাঁচাতে হলে একটা ব্যারেজ নির্মাণ করতে হবে। ব্যারেজটা হবে পাংশার হাবাসপুরে। ব্যারেজটি নির্মাণ হলে বাংলাদেশ বাঁচবে। আমরা এটি নিয়ে দলমত নির্বিশেষে একটি কমিটি গঠন করেছি। ঈদের পর আমরা একটা প্রোগ্রাম করে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরবো। ব্যারেজ নির্মাণ হলে কৃষি উৎপাদন বাড়বে, মাছ চাষ বাড়বে, পর্যটন শিল্পের উন্নত হবে, উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, আমাদের বন গাছপালা রক্ষা পাবে, নদী তার প্রাণ ফিরে পাবে। অপরদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি পদ্মা সেতু হলে ঢাকার সাথে দূরত্ব কমে যাবে অনেক। রাজবাড়ীতে যদি পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু হয় তাহলে রাজবাড়ী হবে ৬৪ জেলার মধ্যে সবচেয়ে উর্বর জেলা। এছাড়াও দৌলতদিয়ায় একটি আধুনিক নৌবন্দর করা যাবে। নৌ বন্দর হলে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক দিক দিয়ে রাজবাড়ী জেলা এগিয়ে যাবে। তাই আমাদের রাজবাড়ীকে নিয়ে ভাবতে হবে। এখনই সময় রাজবাড়ীকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জেলাকে নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাগণ রাজবাড়ী জেলার উন্নয়নের দৌলতদিয়া থেকে পাটুরিয়া পদ্মা ব্রীজ নির্মাণ, পদ্মা ব্যারেজ নির্মাণ, কালুখালীতে রাজবাড়ী সেনানিবাস বাস্তবায়ন, ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জ সেতু নির্মাণ, রাজবাড়ীতে আট-ঘাট নৌ-বন্দর নির্মাণ, রাজবাড়ীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও রাজবাড়ী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইকোনমিজোন নির্মাণ এবং রাজধানী ঢাকাতে রাজবাড়ী জেলা সমিতির স্থায়ী অফিস ভবন নির্মাণ করার জন্য বক্তব্য রাখেন।
মোহাম্মদপুরের নিউ প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতি(নিবন্ধন নং-ঢ-০৯০৭২) এর ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা সকাল ৮টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময় আলোচনা সভা, পরিচিতি সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-নৃত্য পরিবেশন, শিশুদের খেলাধুলা, মহিলাদের বালিশ খেলা, জাদু প্রদর্শনী এবং র্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com