রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভ্ক্তু ৪জন আসামী গ্রেপ্তার হয়েছে।
গতকাল ২৪শে মে সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর বাগমারা গ্রামের মৃত গোলাপ বিশ্বাসের ছেলে মোজাফ্ফর বিশ্বাস(৪৩), রাজবাড়ী শহরের সজ্জনককান্দা গ্রামের তোতা মিয়ার ছেলে কাঞ্চন মিয়া(২৮), সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের আলম পাঠানের ছেলে পাভেল পাঠান(২২) ও শহরের ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে শহিদুল ইসলাম(৪৭)। তাদেরকে নিজ বসতবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত উল্লেখিত ৪জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com