“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারাদেশের মতো রাজবাড়ী জেলার গোয়ালন্দে শুরু হয়েছে ভূমি মেলা।
গতকাল ২৫শে মে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক গৌতম কুমার সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ উপজেলার চার ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, “ভূমি সেবা পেতে ১৬১২২ নম্বরে কল করে সব তথ্য জেনে অনলাইনে নিজেই আবেদন করুন। অফিসে কেউ অর্থ দাবী করলে সরাসরি আমাকে জানাবেন এবং যে অর্থ প্রদান করবেন তার রশিদ গ্রহণ করবেন। পাশাপাশি কোনো দালালের মাধ্যমে নয়, সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যদি দালালের শরণাপন্ন না হন, তবে দালাল চক্র এমনিতেই অফিসে আসা বন্ধ করে দেবে।”
তিনি আরও বলেন, জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনাসহ ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হবে মেলায়। তাছাড়া ডাকযোগে ভূমি সেবা-মৌজার ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে সেবা প্রার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই ভূমি মেলা চলবে ২৭শে মে পর্যন্ত। এছাড়াও উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য স্টল স্থাপন করা হয়েছে। উক্ত সেবা প্রদান স্থানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার টানানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com