“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় শুরু হয়েছে ৩দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।
গতকাল ২৫শে মে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ৩জন সেবা গ্রহীতাকে তাৎক্ষণিক ভূমি সেবা দিয়ে মেলার উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্যা র্যালী বের করা হয়।
র্যালীতে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার এসআই শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিকসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সেবা গ্রহীতাগণ ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
র্যালীটি উপজেলার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ভূমি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, এ মেলা চলবে আগামী ২৭শে মে পর্যন্ত। মেলায় ১টি স্টলের ম্যাধ্যমে ভূমি সেবা দেওয়া হবে। সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com