সাংবাদিক আফরোজ জামানের মায়ের ইন্তেকাল॥দাফন সম্পন্ন

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৫-২৬ ১৬:২৫:০৪

image

 ভারতীয় বার্তা সংস্থা(ইউএনআই) এর ঢাকা ব্যুরো চীফ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামানের মমতাময়ী মা বেগম আলেয়া হাসেম(৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
 গতকাল ২৬শে মে দুপুরে রাজবাড়ী শহরের টিএন্ডটি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযাশেষে রাজবাড়ী পৌরসভার ১নং কবরস্থানে তাকে দাফন করা হয়।
 এর আগে গত ২৫শে মে রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলেয়া হাসেম(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ৩ নাতিসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
 বেগম আলেয়া হাসেম রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া এলাকার মধুখালী সুগার মিলের অবসরপ্রাপ্ত আখ উন্নয়ন কর্মকর্তা প্রয়াত মীর আবুল হাসেমের সহধর্মিনী ছিলেন।
 জানা গেছে, সাংবাদিক মীর আফরোজ জামানের মা বেগম আলেয়া হাসেম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। এছাড়াও তিনি ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৫শে মে দুপুরে তিনি হঠাৎ করেই বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে বিকেলে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 এ বিষয়ে সাংবাদিক মীর আফরোজ জামান জানান, আমার মা একজন পরহেজগার মানুষ ছিলেন। তিনি কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। গতকাল হঠাৎ সে অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি তার মায়ের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চান।
 জানাযার নামাজ পরিচালনা করেন টিএন্ডটি পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ শহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ খান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com