রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৬শে মে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বাস্তবায়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে প্রথম পর্বে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা।
কৃষক-কৃষাণী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com