রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফ’র খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে উপজেলা মৎস্য অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে কার্ডধারী জেলেরা।
গতকাল ২৬শে মে দুপুর ১২টা থেকে সদর উপজেলা মৎস্য অফিসের সামনে কার্ডধারী শতাধিক জেলে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। তারা ‘প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না’ অভিযোগ করে শ্লোগান দেয় এবং দ্রুত তালিকা সংশোধনের দাবী জানান।
জানা গেছে, সরকার প্রতি বছর জাটকা আহরণ বন্ধ রাখার সময় মৎস্যজীবী পরিবারের জন্য দু’বারে মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেয়, যার মাধ্যমে একটি পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। এবারের বরাদ্দে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দেয়।
রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের জেলে শ্যামল সরকার বলেন, গতবার আমরা পৌরসভার ১৫২ জন তালিকাভুক্ত জেলে প্রত্যেকে ৮০ কেজি করে চাল পেয়েছিলাম। কিন্তু এবার কে বা কারা ৫০ জনের তালিকা করে তাদের চাল দিয়েছে। কিন্তু হঠাৎ করেই ১০২ জন জেলেকে বাদ দেওয়া হয়েছে। এরা সবাই প্রকৃত জেলে। সবাই এরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। অথচ প্রকৃত জেলে বাদ দিয়ে যারা কামারের কাজ করে, রিকশা চালায় তাদেরকে চাল দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার খোঁজ নেওয়া উচিত ছিল কারা প্রকৃত জেলে আর জেলে না। তারা আমাদের না ডেকে হঠাৎ করে কেনো এই কাজটা করলো আমাদের প্রশ্ন এইটা।
জেলে তারাপদ বিশ্বাস বলেন, কার্ড নিয়ে চাল আনতে গিয়েছিলাম কিন্তু তারা বলল আমার নাম নাই। তাই উপজেলা মৎস্য অফিসে এসেছি জানতে যে আমার নাম কাটলো কে। আমরা সব সময় চাল পাই। সারা বছর গাঙে পড়ে থাকি, মাছ মারি। আমাদের নাম গুলো কাটলো কেনো তারা। আমাদের জায়গা জমি নাই, সম্পদ নাই। আমরা চাল না পেলে খাবো কি।
ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, গত বছর আমি এই চাল পেয়েছি। আমার ইলিশ মাছ ধরার বৈধ কার্ডও আছে। অথচ এবার আমার নাম নেই। আমরা প্রকৃত জেলে, পারিবারিকভাবে আমরা মাছ ধরেই জীবিকা চালাই। এখন আমাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমার ওপর খুবই অন্যায় করা হয়েছে।
সদরের লক্ষীকোল গ্রামের জেলে সালাম মন্ডল বলেন, নদীতে এখন ইলিশ ধরতে দেওয়া হয় না। আবার সরকারী সহায়তাও পাওয়া যাচ্ছে না। গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। কার্ড থাকা সত্ত্বেও চাল না পেলে আমরা বাঁচব কীভাবে? অন্য ভ্যান চালক ও মুদি দোকানিও চাল পাচ্ছে।
রাজবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা শচীন্দ্রনাথ সরকার বলেন, এবার প্রায় ৭০০ জন সরকারী তালিকাভুক্ত জেলে ভিজিএফ চাল পাই নাই। তাদের সংসার এখন কিভাবে চলবে। তাই আমরা মৎস্য অফিস ঘেরাও করেছি। আমরা চাই সকল তালিকাভুক্ত জেলেকে চাল দেওয়া হোক।
জেলেদের অভিযোগ, তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়েছে। কেউ কেউ দাবী করেন, প্রকৃত জেলে বাদ পড়ে অনেকে সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার। তিনি বলেন, গত বছর আমরা ২১০০ জেলের জন্য চাল পেয়েছিলাম। এবার বরাদ্দ এসেছে মাত্র ১৪০০ জেলের জন্য। ফলে স্বাভাবিকভাবেই প্রায় ৭০০ জন জেলে বাদ পড়েছে। এখানে কোনো ধরণের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। আমরা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত তালিকা অনুযায়ী চাল বিতরণ করি।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com