রাজবাড়ীতে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে মে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রাক্তণ জেলা শিক্ষা অফিসার ও রাজবাড়ী জেলা দুপ্রকের সহ-সভাপতি আজিজা খানম ও জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিুকুর রহমান বক্তব্য রাখেন। এ সময় দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথি তাদের বক্তব্যে বলেন, দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় ও রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এই আয়োজন খুবই চমৎকার। এই জেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গন বাংলাদেশের মধ্যে অন্যত্তম। আজকের এই প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করেছে সকলকে অভিনন্দন জানাই। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে জীবন গড়ে তোলা ও এগিয়ে যাওয়ার ধাপ। আজকে যারা পরাজিত হয়েছো তারা মন খারাপ করবা না। আগামীতে তোমরা অনেক ভালো করবে। এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ তাজ, দ্বিতীয় হয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাত-ই-আমিরা ও তৃতীয় হয়েছে খানখানাপুর তমিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌরি দাস।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিথিলা কর্মকার, দ্বিতীয় হয়েছে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাইসা তাহসীন ও তৃতীয় হয়েছে কাজী আব্দুল মাজেদ একাডেমীর ছাত্রী অহনা কুন্ডু। পরে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com