ভূমি সেবা অটোমেশন ঃ বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুজন কুমার বিষ্ণু || ২০২৫-০৫-২৬ ১৬:৩৩:২৪

image

 “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”-এই প্রতিপাদ্যে ভূমি মেলা উপলক্ষে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে “ভূমি সেবা অটোমেশন ঃ বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২৬শে মে সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এবং ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি(জিপি) এ্যাডঃ এ.এ.এম শাহিদুল ইসলাম, রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবুসহ অনেকেই বক্তব্য রাখেন। 
 সেমিনারে ভূমি সেবা অটোমেশন ঃ বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন। 
 এ সময় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী(অঃ দাঃ) মোঃ আশরাফুল আলম, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সিয়াম, ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের যুব প্রধান উজ্জ্বল কুমার দাস উপস্থিত ছিলেন। 
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার  বলেন, প্রতিটি মানুষের কিছু না কিছু অংশ জমি আছে। আর সেই জমি সংক্রান্ত কাজে ভূমি অফিসে যেতে হয়। বর্তমান সরকারের ভূমি সেবা প্রাপ্তিকে সহজীকরণ করতে যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। আমরা এখন ঘরে বসে নামজারি আবেদন করতে পারি, জমির খাজনা দিতে পারি। ঘরে বসে দিলে সরকারী মূল্যের অতিরিক্ত টাকা দিতে হয় না। আগে নামজারি, খাজনা দিতে অনেক ঝামেলা পোহাতে হতো। আপনার হাতে একটি স্মার্ট ফোন থাকলে ঘরে বসে আপনার জমির সমস্ত তথ্য পেতে পারেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com