রাজবাড়ী জেলার গোয়ালন্দে ১৬০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মাদক কারবারিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গত ২৭শে মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন শমসেরের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের নতুন পাড়া বর্তমান উত্তর দৌলতদিয়া পোড়াভিটার বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী মুক্তা বেগম(৪০) ও তার স্বামী একই এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারে ছেলে জাহাঙ্গীর হাওলাদার(৪৮)।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা স্বামী স্ত্রী ও পেশাদার মাদক ব্যবসায়ী। মুক্তা বেগমের বিরুদ্ধে পূর্বের দুটি ও তার স্বামী জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
গতকাল ২৮শে মে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com