বালিয়াকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

তনু সিকদার সবুজ || ২০২৫-০৫-২৮ ১৬:১৬:৩৯

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গতকাল ২৮শে মে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 বেলা ১১টায় র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনিরের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাঃ মানেবেন্দ্র মজুমদার, মৎস্য অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার তাজমুন নাহার, পরিবার পরিকল্পনা অফিসার সুশান্ত কুমার চদ্র ও স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মোঃ কামরুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com